জাতীয় পরিচয় পত্র সম্পন্ধে গুরুত্বপূর্ণ তথ্য জানুন-
নতুন জাতীয় পরিচয় পত্র পাওয়া
যারা ১৮ বছর পূর্ণ হয়েছেন কিন্তু এখনো জাতীয় পরিচয় পত্র পাননি যে কোন সময় জাতীয় পরিচয় পত্রের জন্য উপজেলা নির্বাচন অফিসে আবেদন করতে পারবেন।এক্ষেত্রে যা প্রয়োজন তা হলো-
১) জাতীয়তা সনদ
২) চেয়ারম্যানের প্রত্যয়ন পত্র
৩) পিতা-মাতা/স্ত্রীর(প্রয়োজনে) জাতীয় পরিচয় পত্রের ফটোকপি
৪) জমির খতিয়ান
৫) পাসপোর্ট ফটোকপি (প্রয়োজনে)
৬) এস এস সি সনদ (প্রয়োজনে)
৭) ছবি ১কপি
৮) হোল্ডিং টেক্স বা ইউপি কর প্রদানের কপি অথবা বিদ্যুৎ বিলপ্রদানের কপি
জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেলে যা করতে হবে
যেখানে জাতীয় পরিচয় পত্র হারিয়েছেন সংশ্লিষ্ট থানায় অথবা নিজ এলাকার থানয় জিডি করার পর তার কপি উপজেলা নির্বাচন অফিসে জমা দিলে উপজেলা নির্বাচন অফিস আপনার জাতীয় পরিচয় পত্র পাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে ।
বিশেষ দ্রষ্টব্য-এক্ষেত্রে আপনার জাতীয় পরিচয় পত্র নং অবশ্যই প্রয়োজন হবে। জাতীয় পরিচয় পত্র নং এর জন্য আপনার এলাকার ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রে যোগাযোগ করতে পারেন।
ভোটার এলাকা স্থানান্তরের জন্য যা প্রয়োজন
১) সংশ্লিষ্ট ভোটার এলাকার তথ্য
২) যে এলাকায় ভোটার হতে ইচ্ছুক সংশ্লিষ্ট এলাকার ইউপি সদস্যের সীল ও স্বাক্ষর
৩) জাতীয়তা সনদ
৪) হোল্ডিং টেক্স বা ইউপি কর প্রদানের কপি অথবা বিদ্যুৎ বিলপ্রদানের কপি
৫) জাতীয় পরিচয় পত্রের ফটোকপি
| ||||||||
| ||||||||
| [জানুয়ারি ২৮, ২০১০] | |||||||
|
|
| ||||||
জাতীয় পরিচয় নিবন্ধন এবং তদ্সংশিস্নষ্ট অন্যান্য বিষয়ে বিধানাবলী প্রণয়নকল্পে প্রণীত আইন | ||||||||
| ||||||||
| ||||||||
যেহেতু জাতীয় পরিচয় নিবন্ধন এবং তদ্সংশিস্নষ্ট অন্যান্য বিষয়ে বিধানাবলী প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়; | ||||||||
|
|
| ||||||
|
| প্রথম অধ্যায়প্রারম্ভিক |
| |||||
|
|
| ||||||
সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন |
| ১। (১) এই আইন জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ নামে অভিহিত হইবে। |
| |||||
|
|
| ||||||
|
| |||||||
|
|
| ||||||
|
|
|
| |||||
|
|
| ||||||
সংজ্ঞা |
| ২৷ বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে- |
| |||||
|
|
| ||||||
|
| |||||||
|
|
| ||||||
|
| দ্বিতীয় অধ্যায়পরিচয় নিবন্ধন, ইত্যাদি |
| |||||
|
|
| ||||||
পরিচয় নিবন্ধন |
| ৩। (১) জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির জন্য একজন নাগরিককে পরিচয় নিবন্ধন করিতে হইবে। |
| |||||
|
|
| ||||||
|
| |||||||
|
|
| ||||||
|
|
|
| |||||
|
|
| ||||||
জাতীয় পরিচয়পত্র প্রদান |
| ৪। একজন নাগরিককে কমিশন কর্তৃক কেবল একটি জাতীয় পরিচয়পত্র প্রদান করা যাইবে। |
| |||||
|
|
| ||||||
|
| |||||||
|
|
| ||||||
|
|
|
| |||||
|
|
| ||||||
জাতীয় পরিচয়পত্র পাইবার অধিকার |
| ৫। ভোটার তালিকা আইন, ২০০৯ (২০০৯ সনের ৬নং আইন)অনুযায়ী ভোটার হওয়ার যোগ্য প্রত্যেক নাগরিক নির্ধারিত পদ্ধতিতে ও ফি প্রদানসাপেক্ষে নির্ধারিত শ্রেণীর জাতীয় পরিচয়পত্র পাইবার অধিকারী হইবেন। |
| |||||
|
|
| ||||||
|
| |||||||
|
|
| ||||||
|
|
|
| |||||
|
|
| ||||||
জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম পরিচালনা |
| ৬। কমিশন জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রমপরিচালনা, পরিচয়পত্র প্রস্তুতকরণ, বিতরণ ও রক্ষণাবেক্ষণসহ আনুষাঙ্গিক সকলদায়িত্ব পালন করিবে। |
| |||||
|
|
| ||||||
|
| |||||||
|
|
| ||||||
|
|
|
| |||||
|
|
| ||||||
জাতীয় পরিচয়পত্রের মেয়াদ ও পুনঃ নিবন্ধন |
| ৭। (১) এই আইনের অধীন কোন নাগরিককে প্রদত্ত জাতীয় পরিচয়পত্রের মেয়াদ হইবে উহা প্রদানের তারিখ হইতে পনের বছর। |
| |||||
|
|
| ||||||
|
| |||||||
|
|
| ||||||
|
|
|
| |||||
|
|
| ||||||
জাতীয় পরিচয়পত্র সংশোধন |
| ৮। কোন নাগরিকের অনুকূলে যে তথ্য-উপাত্তের ভিত্তিতে জাতীয় পরিচয়পত্র প্রদান করা হইয়াছে- |
| |||||
|
|
| ||||||
|
| |||||||
|
|
| ||||||
|
|
|
| |||||
|
|
| ||||||
নূতন জাতীয় পরিচয়পত্র প্রদান |
| ৯। (১) কোন নাগরিকের জাতীয় পরিচয়পত্র হারাইয়াগেলে বা অন্যভাবে নষ্ট হইয়া গেলে তিনি নির্ধারিত পদ্ধতিতে ও ফি প্রদানসাপেক্ষে নূতন জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করিতে পারিবেন। |
| |||||
|
|
| ||||||
|
| |||||||
|
|
| ||||||
|
|
|
| |||||
|
|
| ||||||
জাতীয় পরিচয়পত্র বাতিল |
| ১০। কোন নাগরিকের নাগরিকত্ব অবসান হইলে তাহারজাতীয় পরিচয়পত্র বাতিল বলিয়া গণ্য হইবে এবং উক্ত জাতীয় পরিচয়পত্রে প্রদত্তজাতীয় পরিচিতি নম্বর অন্য কোন নাগরিকের বরাবরে প্রদত্ত জাতীয় পরিচয়পত্রেব্যবহার করা যাইবে না। |
| |||||
|
|
| ||||||
|
| |||||||
|
|
| ||||||
|
|
|
| |||||
|
|
| ||||||
কতিপয় সেবা গ্রহণে জাতীয় পরিচয়পত্র প্রদর্শন |
| ১১। (১) সরকার, সরকারী গেজেটে এবং তদতিরিক্তঐচ্ছিকভাবে ইলেকট্রনিক গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, উহাতে উল্লিখিত যে কোনসেবা বা নাগরিক সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে, নাগরিকগণকে জাতীয় পরিচয়পত্রপ্রদর্শন ও উহার অনুলিপি দাখিলের ব্যবস্থা চালু করিতে পারিবেঃ |
| |||||
|
|
| ||||||
|
| |||||||
|
|
| ||||||
|
|
|
| |||||
|
|
| ||||||
কমিশনকে বিভিন্ন সংস্থার সহযোগিতা প্রদান |
| ১২। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে কমিশনের চাহিদাঅনুযায়ী যে কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা উহাদের নিকট সংরক্ষিততথ্য-উপাত্ত, ইত্যাদি কমিশনকে প্রদান করিতে বাধ্য থাকিবে এবং কমিশনেরদায়িত্ব পালনে কমিশনকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করিবে। |
| |||||
|
|
| ||||||
|
| |||||||
|
|
| ||||||
|
|
|
| |||||
|
|
| ||||||
তথ্য-উপাত্তের জন্য আবেদন |
| ১৩। প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে ও শর্তেকোন ব্যক্তি বা প্রতিষ্ঠান কমিশনের নিকট সংরক্ষিত তথ্য-উপাত্ত পাইবার জন্যআবেদন করিতে পারিবে এবং কমিশন উক্তরূপ চাহিত তথ্য-উপাত্ত, ভিন্নরূপবিবেচিত না হইলে, সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সরবরাহ করিবে। |
| |||||
|
|
| ||||||
|
| |||||||
|
|
| ||||||
|
| তৃতীয় অধ্যায়অপরাধ ও দণ্ড |
| |||||
|
|
| ||||||
মিথ্যা তথ্য প্রদানের জন্য দন্ড |
| ১৪। কোন নাগরিক জাতীয় পরিচয়পত্র প্রাপ্তিরলক্ষ্যে উদ্দেশ্য প্রণোদিতভাবে বা জ্ঞাতসারে কোন মিথ্যা বা বিকৃত তথ্যপ্রদান বা তথ্য গোপন করিলে তিনি এই আইনের অধীন অপরাধ করিয়াছেন বলিয়া গণ্যহইবে এবং উক্তরূপ অপরাধের জন্য তিনি অনূর্ধব এক বৎসর কারাদন্ড বা অনধিক বিশহাজার টাকা অর্থদন্ড বা উভয় দন্ডে দন্ডিত হইবেন। |
| |||||
|
|
| ||||||
|
| |||||||
|
|
| ||||||
|
|
|
| |||||
|
|
| ||||||
একাধিক জাতীয় পরিচয়পত্র গ্রহণ করিবার দন্ড |
| ১৫। কোন নাগরিক জ্ঞাতসারে একাধিক জাতীয়পরিচয়পত্র গ্রহণ করিলে তিনি এই আইনের অধীন অপরাধ করিয়াছেন বলিয়া গণ্য হইবেএবং উক্তরূপ অপরাধের জন্য তিনি অনূর্ধ্ব এক বৎসর কারাদন্ড বা অনধিক বিশহাজার টাকা অর্থদন্ড বা উভয় দন্ডে দন্ডিত হইবেন। |
| |||||
|
|
| ||||||
|
| |||||||
|
|
| ||||||
|
|
|
| |||||
|
|
| ||||||
তথ্য-উপাত্ত বিকৃত বা বিনষ্ট করিবার দন্ড |
| ১৬। (১) কমিশনের কোন কর্মকর্তা বা কর্মচারী অথবাএই আইন দ্বারা বা ইহার অধীন জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম পরিচালনা, পরিচয়পত্র প্রস্তুতকরণ, বিতরণ ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত দায়িত্ব পালনরত কোনব্যক্তি ইচ্ছাকৃতভাবে কমিশনের নিকট সংরক্ষিত জাতীয় পরিচয়পত্র সংক্রান্তকোন তথ্য-উপাত্ত বিকৃত বা বিনষ্ট করিলে তিনি এই আইনের অধীন অপরাধ করিয়াছেনবলিয়া গণ্য হইবে এবং উক্তরূপ অপরাধের জন্য তিনি অনূর্ধ্ব সাত বৎসরেরকারাদন্ড বা অনধিক এক লক্ষ টাকা অর্থদন্ড বা উভয় দন্ডে দন্ডিত হইবেন। |
| |||||
|
|
| ||||||
|
| |||||||
|
|
| ||||||
|
|
|
| |||||
|
|
| ||||||
দায়িত্ব অবহেলার দন্ড |
| ১৭। কমিশনের কোন কর্মকর্তা বা কর্মচারী অথবা এইআইন দ্বারা বা ইহার অধীন জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম পরিচালনা, পরিচয়পত্র প্রস্তুতকরণ, বিতরণ ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কোন দায়িত্ব পালনরতকোন ব্যক্তি, কোন যুক্তিসংগত কারণ ছাড়া, দায়িত্বে অবহেলা করিলে তিনি এইআইনের অধীন অপরাধ করিয়াছেন বলিয়া গণ্য হইবে এবং উক্তরূপ অপরাধের জন্য তিনিঅনূর্ধ্ব এক বৎসর কারাদন্ড বা অনধিক বিশ হাজার টাকা অর্থদন্ড বা উভয় দন্ডেদন্ডিত হইবেন। |
| |||||
|
|
| ||||||
|
| |||||||
|
|
| ||||||
|
|
|
| |||||
|
|
| ||||||
জাতীয় পরিচয়পত্র জাল করিবার দন্ড |
| ১৮।(১) কোন ব্যক্তি জাতীয় পরিচয়পত্র জাল করিলেবা জ্ঞাতসারে উক্তরূপ পরিচয়পত্র বহন করিলে তিনি এই আইনের অধীন অপরাধকরিয়াছেন বলিয়া গণ্য হইবে এবং উক্তরূপ অপরাধের জন্য তিনি অনূর্ধ্ব সাত বৎসরকারাদন্ড এবং অনধিক এক লক্ষ টাকা অর্থদন্ডে দন্ডিত হইবেন। |
| |||||
|
|
| ||||||
|
| |||||||
|
|
| ||||||
|
|
|
| |||||
|
|
| ||||||
অন্য কোন নাগরিকের জাতীয় পরিচয়পত্র ধারণ কিংবা বহন করিবার দন্ড |
| ১৯। কোন ব্যক্তি কোন যুক্তিসঙ্গত কারণ ব্যতীতঅন্য কোন নাগরিকের জাতীয় পরিচয়পত্র ধারণ বা বহন করিলে তিনি এই আইনের অধীনঅপরাধ করিয়াছেন বলিয়া গণ্য হইবেন এবং উক্তরূপ অপরাধের জন্য তিনি অনূর্ধ্বএক বৎসর পর্যন্ত সশ্রম কারাদন্ড বা অনধিক বিশ হাজার টাকা অর্থদন্ড বাউভয়দন্ডে দন্ডনীয় হইবেন। |
| |||||
|
|
| ||||||
|
| |||||||
|
|
| ||||||
|
|
|
| |||||
|
|
| ||||||
ফৌজদারী কার্যবিধির প্রয়োগ |
| ২০। এই আইনে ভিন্নরূপ কিছু না থাকিলে, কোনঅপরাধের অভিযোগ দায়ের, তদন্ত, বিচার ও আপীল নিষ্পত্তির ক্ষেত্রে Cওডএ ওf Cরিমিনল্ Pরওcএডুরএ,1898 (আcট্ ণও. V ওf 1898) এর বিধানাবলী প্রযোজ্য হইবে। |
| |||||
|
|
| ||||||
|
| |||||||
|
|
| ||||||
|
|
|
| |||||
|
|
| ||||||
অপরাধের আমলযোগ্যতা,অ-আপোষযোগ্যতা ও জামিনযোগ্যতা |
| ২১। এই আইনের অধীন অপরাধসমূহ আমলযোগ্য (cognizable), অ-আপোষযোগ্য (non-compoundable) ও জামিনযোগ্য (bailable) হইবে। |
| |||||
|
|
| ||||||
|
| |||||||
|
|
| ||||||
|
| চতুর্থ অধ্যায়বিবিধ |
| |||||
|
|
| ||||||
বিধি প্রণয়নের ক্ষমতা |
| ২২। কমিশন, সরকারের পূর্বানুমোদনক্রমে, সরকারীগেজেটে এবং তদতিরিক্ত ঐচ্ছিকভাবে ইলেকট্রনিক গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এইআইনের উদ্দেশ্য পূরণকল্পে বিধি প্রণয়ন করিতে পারিবে। |
| |||||
|
|
| ||||||
|
| |||||||
|
|
| ||||||
|
|
|
| |||||
|
|
| ||||||
প্রবিধান প্রণয়নের ক্ষমতা |
| ২৩। কমিশন, সরকারী গেজেটে এবং তদতিরিক্তঐচ্ছিকভাবে ইলেকট্রনিক গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইনের উদ্দেশ্যপূরণকল্পে প্রবিধান প্রণয়ন করিতে পারিবে। |
| |||||
|
|
| ||||||
|
| |||||||
|
|
| ||||||
|
|
|
| |||||
|
|
| ||||||
ইংরেজীতে অনূদিত পাঠ প্রকাশ |
| ২৪। এই আইন প্রবর্তনের পর সরকার, যথাশীঘ্রসম্ভব,সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইনের ইংরেজীতে অনূদিত একটিনির্ভরযোগ্য পাঠ প্রকাশ (Authentic English Text) করিবে। |
| |||||
|
|
| ||||||
|
| |||||||
|
|
| ||||||
|
|
|
| |||||
|
|
| ||||||
হেফাজত সংক্রান্ত বিশেষ বিধান |
| ২৫। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানেরঅনুচ্ছেদ ৯৩ (২) এর বিধান অনুসারে মেয়াদ উত্তীর্ণের কারণে কার্যকরতা লোপপাওয়া জাতীয় পরিচয় নিবন্ধন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০০৮ (২০০৮ সনের ১৮ নংঅধ্যাদেশ) এর কার্যকরতাকালে উহার অধীন বা অনুরূপ কার্যকরতা লোপ পাইবার পরউহার ধারাবাহিকতায় বা বিবেচিত ধারাবাহিকতায় জাতীয় পরিচয় নিবন্ধন কর্তৃপক্ষকর্তৃক প্রদত্ত আদেশ, কৃত কাজকর্ম, গৃহীত ব্যবস্থা এবং কমিশন কর্তৃকসংগৃহীত তথ্য-উপাত্ত নাগরিক বরাবরে প্রদত্ত ও বিতরণকৃত জাতীয় পরিচয়পত্র, ইত্যাদি এই আইনের অধীন প্রদত্ত আদেশ, কৃত কাজকর্ম, গৃহীত ব্যবস্থা, সংগৃহীততথ্য-উপাত্ত, প্রদত্ত ও বিতরণকৃত জাতীয় পরিচয়পত্র বলিয়া গণ্য হইবে। |
| |||||
|
|
| ||||||
|
| |||||||
|
|
| ||||||
|
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস